সারাদেশ

মামলা দেওয়ার আগেই টার্গেটে থাকেন বিএনপি নেতা শহিদুল্লাহ

মামলা দেওয়ার আগেই টার্গেটে থাকেন বিএনপি নেতা শহিদুল্লাহ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) পুলিশ বাদী হয়ে মামলা করার আগেই টার্গেট করে কোন কোন বিএনপি নেতাদের নামে মামলা হবে। তবে এটা শুধু পুলিশের একার কাজ না এতে সরকারি দলের নেতাদেরও ইশারা থাকে। যারা যারা বিএনপির রাজনীতিটা সক্রিয়ভাবে করে তাদেরেই টার্গেট করে বেশি। এই কথাগুলো বলছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ্।

সোমবার (২অক্টোবর) সকালে মুঠো ফোনে মামলার বিষয়ে বক্তব্য নিতে গেলে এসময় তিনি এ-সব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি বুঝতেছি না আমাকে কেনো উদ্দেশ্য করে মামলা দেওয়া হয়। একটি মহল আমাকে গায়েল করার জন্য এগুলো করে যাতে আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ না করতে পারি। গত এক মাসের মধ্যে আমার নামে দুটি মামলা হয়েছে যা মিথ্যা বানোয়াট মামলা। নারায়ণগঞ্জ সদর থানার মামলায় যে কারণ দেখানো হয়েছে সেদিন তো আমি সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে জেলা বিএনপির প্রোগ্রামে ছিলাম তাহলে আমি কখন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গেলাম। আমি যে জেলা বিএনপির প্রোগ্রামের ছিলাম তার নিদিষ্ট প্রমাণ আছে আমি প্রোগ্রামে বক্তব্য দিয়েছি ভিডিও আছে বিভিন্ন পত্রিকায় নিউজ আছে। গতকালের মামলাটাও একটা ভুয়া ও বৃত্তিহীন মামলা। আমাদের মামলা দিয়ে হয়রানি করার জন্য এই মামলা গুলো করা হচ্ছে, যাতে আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকতে না পারি।

Back to top button