সারাদেশ

মেয়র আইভীকে নিয়ে যা বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার কাছে ১৯৭০ সালের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কম গুরুত্বপূর্ণ মনে হয় না। ৭০ এর নির্বাচন আমাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছিলো। আর এই নির্বাচনটা আমরা সিরিয়াস ভাবে না নিলে, আমার মনে হয় বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করা হবে। ঠিক ১৯৭১ সালে জামাত এজেন্ডা নিয়েছিলো পাকিস্তানিদের পক্ষে কাজ করার জন্য, ঠিক একই ভাবে কারো না কারো এজেন্ডা নিয়েছে বিএনপি ও জামাত; দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

হাই-আনোয়ার-আইভীকে মাঠে দেখা যাচ্ছে না এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, হাই সাহেব ও আনোয়ার সাহেব একজন বিজ্ঞ মানুষ। মেয়র আইভী দলের একজন ভালো নেতা। উনারা কেনো নামছেন না এর উত্তর উনারাই দিতে পারবেন। হয়তো উনাদের কোনো কারণ থাকতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ আল কায়সার, জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, তৃনমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ ) প্রার্থী এ্যাড. তৈমূর আলম খন্দকার, সতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়াসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জে ৫টি আসনের সংসদ সদস্য প্রার্থীগণ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Back to top button