সারাদেশ

এবারের নির্বাচন হয়েছে সরকার টু সরকার: অ্যাড. তৈমূর

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘সরকার বনাম সরকারের নির্বাচন’ বলে মন্তব্য করে তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, আমরা এইরকম সাজানো নির্বাচনে আর যাব না। এই নির্বাচন হইছে সরকার টু সরকার, নৌকাও সরকারের, স্বতন্ত্রও সরকারের। মনে হচ্ছে দেশটা একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলছে।

তৈমূর বলেন, রূপগঞ্জের ভূমিদস্যুরা মনে করছে যে তৈমূর আলম খন্দকার আসলে, তাকে আমরা নিয়ন্ত্রন করতে পারবো না। যাদের জমি-জমা নিয়ে গেছে, তারাও তো ভয়ে এগিয়ে আসে না। আমি মনে করি, আমাদের জন্য দেশে সুষ্ঠু রাজনীতি সম্ভব না। আগামী প্রজন্মও পারবে না। যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম হয়তো পারবে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে ভুক্তভোগীদের নিরাপত্তা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত এজাহার দেন।

এজাহারে তৈমূর আলম বলেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় তার কর্মীসমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে মারধরসহ নানাভাবে নির্যাতন করছে ডাকাত শমসের ও ইউপি সদস্য রীতার সন্ত্রাসী বাহিনীর লোকজন। ফলে তৃণমূল বিএনপির কর্মী-সমর্থকরা সন্ত্রাসীদের ভয়ে এখন বাড়ি ছাড়া। এ অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

তৈমূর আলমের অভিযোগ, চনপাড়ার সন্ত্রাসী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে নির্বাচনের আগেই জেলা পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে আবেদন করলেও তারা কোন ব্যবস্থা নেন নি।

দলের চেয়ারম্যানসহ অন্যান্য নেতারা ও প্রার্থীদের সঙ্গে আলোচনা করে দলীয় পরবর্তী সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে যৌথভাবে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হবে বলেও জানান তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
Back to top button