সারাদেশ

ফতুল্লায় রিজভীসহ আসামী ২৭

ঢাকা-নারায়নগঞ্জ সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কে প্রধান আসামী করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামী করে মামলা দায়ের করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর)  ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বাপ্পি সরদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।

মামলার অন্যান্য আসামীরা হলেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক সুমন, মহানগর বিএনপির সভাপতি এড: সাখাওয়াত হোসেন খান, সাধারন সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, নারায়নগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক এড: আনোয়ার প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, আহবায়ক মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, সাধারন সম্পাদক জুবায়ের রহমান জিকু, সিনিয়র সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানাসহ আরও অনেকে।

 

Back to top button