সারাদেশ

বিজয় শোভাযাত্রা রূপ নিলো কায়সার হাসনাতের নির্বাচনী প্রচারণায়

জনপ্রিয় রাজনীতিবীদকে দেখতে সাধারণ মানুষের তুমুল আগ্রহ থাকে এটি স্বাভাবিক ঘটনা। এরসঙ্গে যদি যুক্ত হয় নির্বাচনী হাওয়া, তবে সেই পাল ওড়ে অবিরাম পতপত করে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ছিল আওয়ামী লীগের নির্ধারিত বিজয় মিছিল। তবে সোনারগাঁ উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বিজয় মিছিল রূপ নিয়েছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কায়সার হাসনাতের নির্বাচনী প্রচারণায়। দুপুর ১২টায় সাদা পাঞ্জাবি পরে বিশাল গাড়িবহর নিয়ে কাঁচপুর থেকে মোগড়াপাড়ায় আসেন তিনি। ভক্ত-অনুরাগী আর দলীয় কর্মীদের ভিড়। দেখার সাথে সাথে পুরো এলাকা প্রকম্পিত হতে থাকে ‘নৌকা নৌকা’ স্লোগানে।

অনেকেই আবার বলেন ‘আমার ভাই তোমার ভাই, কায়সার ভাই কায়সার ভাই, কায়সার ভাইয়ের মার্কা নৌকা মার্কা’, ‘কায়সার ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’, ‘বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা, কায়সার ভাইয়ের নৌকা’র মতো মুহুর্মুহু স্লোগান চলতে থাকে।

বিশাল জনস্রোত পেরিয়ে একটু একটু করে এগোন কায়সার। পথে যেতে যেতে থেমে থেমে রাস্তার দুপাশে দাঁড়ানো সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি। যেখানেই থামেন তিনি, সেখানেই তার দিকে তাক করা হয় হাজার হাজার মোবাইল ফোনের ক্যামেরা। দীর্ঘ ১০ বছর পর উচ্ছ্বসিত হয়ে প্রিয় রাজনীতিবীদকে ধরে রাখেন সমর্থকেরা।

একপর্যায়ে স্রোত পেরিয়ে পৌঁছান উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে। ঢাক-ঢোল আর ভুভুজেলায় উৎসবে পরিণত হয় পুরো মাঠ।সেখানে ছোট্ট বক্তৃতায় নৌকায় ভোট চান কায়সার।

১৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ আসনে আবদুল্লাহ আল কায়সারকে নৌকা বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এই আসনে কায়সারসহ ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদের মধ্যে লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক, মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন) পেয়েছেন ‘ফুলের মালা’, মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) পেয়েছেন ‘একতারা’, এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম) পেয়েছেন ‘নোঙ্গর’, নারায়ণ দাস (বিকল্প ধারা বাংলাদেশ) পেয়েছেন ‘কুলা’, মো. আরিফ (মুক্তিজোট) পেয়েছেন ‘ছড়ি’, এএইচএম মাসুদ দুলাল (স্বতন্ত্র) পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।

Back to top button