সারাদেশ

নাসিকের ডেঙ্গু সচেতনতামূলক সভা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে নগরবাসীকে সচেতন করার লক্ষে জনসচেতনতামূলক কর্মসূচীর ফলাফল অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ইমারজেন্সি রেসপন্স ফর ডেঙ্গু প্রকল্প আওতায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. শেখ মোস্তফা আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম ও সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার ডা. উজ্জল কুমার রায়। 

এসময় প্রোগ্রামের ফলাফল উপস্থাপন করেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব  বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নিজাম আলী। 

তিনি বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে জ্ঞান, সচতনতা ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ হিসাবে অবির্ভূত হয়েছে। সামনে দিনগুলোতে এর ভয়াবহতা আরো বৃদ্ধির আশংকা রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রনে সকল নগরবাসীকে সচতন হয়ে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিছন্ন রাখার আহবান করেন।

Back to top button