সারাদেশ

সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। এসময় সোনারগাঁয়ের সংসদ সদস্য কায়সার হাসনাত উপস্থিত ছিলেন। 

রোববার দুপুরে সোনারগাঁয়ে আসেন প্রতিমন্ত্রী। এসময় মন্ত্রী লোক ও কারুশিল্প চর্চা চত্ত্বর শুভ উদ্বোধন করেন।

এর আগে প্রতিমন্ত্রী লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ঐতিহাসিক বড় সরদারবাড়ির স্থাপত্যশৈলী, শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘর এবং কারুশিল্প গ্রামে জামদানি পল্লি পরিদর্শন করেন তাঁরা।

Back to top button