সারাদেশ

রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রূপগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়।

সভায় সিদ্ধান্ত হয়, রূপগঞ্জের সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। মণ্ডপগুলোতে প্রবেশ ও প্রস্থানে আলাদা ব্যবস্থা থাকবে। মণ্ডপের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির ওপর নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  পূজার সময় মণ্ডপগুলোর আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। অপ্রীতিকর যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বড় মণ্ডপগুলোর কাছাকাছি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে। পূজার দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মণ্ডপের আশেপাশে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার(গ) মেহেদী, সেনাবাহিনী অফিসার ক্যাপ্টেন মোঃ আবরার হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকসহ পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিরা।

 

Leave a Reply

Back to top button