সারাদেশ

নারায়ণগঞ্জের কমিটিগুলো দ্রুত নিষ্পত্তি হবে : মির্জা আজম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, নারায়ণগঞ্জের সহযোগী সংগঠন সহ কয়েকটি কমিটি ঝুলে আছে। শামীম ভাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কাদের ভাই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে।

তিনি বলেন, আমার কাছে ঝুলে আছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি। সম্মেলনের চারমাস পর কমিটি জমা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য কমে একটা কমিটি জমা হয়নি। জমা হয়েছে দুইটা। কিভাবে কমিটি হবে কাদের ভাই নির্দেশনা দিয়েছে। আমরা খুব শ্রীঘই কমিটি দিতে পারবো।

বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউসে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

আগামী ৪ঠা নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।

আজম বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সমালোচনা সারা বাংলাদেশে জানে। নারায়ণগঞ্জে কখনো ছোট নিউজ হয় না, সব সময় বড় নিউজ হয়। সারা বাংলাদেশের মানুষ জানে নারায়ণগঞ্জের সাংগঠনিক অভ্যন্তরিন কিছু বিষয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

সভায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জি এম আরমান, সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম, মোশাররফ হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button